পড়প্রকাশ

‘পড়প্রকাশ’ বাংলাদেশের সাহিত্য-সংস্কৃতি, ইতিহাস ও সমাজগঠনে জ্ঞানচর্চার আলো ছড়িয়ে দেয়ার একটি নিবেদিত সামাজিক আন্দোলন। আমরা প্রাণভরে চাই—প্রত্যেক মানুষ নতুন করে জানুক, নতুন করে ভাবুক; নিজে আলোকিত হোক, পরিবার ও সমাজকে আলোকিত করুক। মহান রবের বাণী “পড় তোমার রবের নামে” আমাদের অনুপ্রেরণা; এ আলোতেই আমরা সত্য, সুন্দরের জয় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছি। ধর্মীয় শিক্ষা আত্মার খাদ্য, বৈশ্বিক শিক্ষা জীবনের অলংকার—এই বোধ থেকে শুরু করে আমরা বিশ্বাস ও অর্জনের পথেজনকের জন্য “পড়”কে সামাজিক আন্দোলন ও সচেতনতার সংগঠন হিসেবে গড়ে তুলেছি। জয় হোক জ্ঞানের, সততার ও আলোর—এ দায়বদ্ধতায় আমরা আপনাদের পাশে আছি।